হঠাৎ উধাও ফেসবুক, অচল ম্যাসেঞ্জার-ইনস্টাগ্রামও: কারণ জানালেন জাকারবার্গ

 

বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হঠাৎ উধাও হয়ে গেছে। ব্যবহার করা যাচ্ছে না মেসেঞ্জারও। একই সঙ্গে ইনস্টাগ্রামও কাজ করছে না।

মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে দেশের বিভিন্ন জায়গায় থেকে একযোগে ফেসবুক  লগ-আউট হয়ে যায়। 


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারী অনেকই এই তথ্য নিশ্চিত করেছেন।

মার্কের টুইট


ফেসবুক ব্যবহারকারী একজন বলেন, ফেসবুক লগ ইন ছিলো কিন্তু হঠাৎ দেখি লগ-আউট। তখন আমি ভয় পেয়ে যায় যে কেউ হ্যাক করলো কিনা। এরপর অনেক এর এই অবস্থা জানার পর এখন কিছুটা সস্তি লাগছে। 

ইলনের পোস্ট



ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা থেকে ৯টা ৩২ মিনিট পর্যন্ত ৩ লাখ ৫২ হাজার ২৯ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।


এদিকে, ব্যবহারকারীদের আশার কথা জানিয়েছে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া স্ট্যাটাসে জানিয়েছেন, সমস্যা নেই। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।


 

Comments

Popular posts from this blog

আসুন হাদীস পড়ি