আসুন হাদীস পড়ি
আবু হুরায়রা(রাঃ)থেকে বর্ণিত,রাসূলুল্লাহ(সঃ) বলেছেন,আমার রব আমাকে নয়টি কথার হুকুম দিয়েছেন.তিনি আমাকে হুকুম দিয়েছেন আমি যেন:-
১) প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করি.
২) খুশি ও রাগ উভয় অবস্থায় ন্যায় কথা বলি.
৩) বিত্তশালীতা ও বিত্তহীনতা উভয় অবস্থায় মধ্য পন্থা অবলম্বন করি.
৪) যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি যেন তার সাথে সম্পর্ক বজায় রাখি.
৫) যে আমাকে বঞ্চিত করে আমি যেন তাকে দান করি.
৬) যে আমার উপর জুলুম করে আমি যেন তাকে ক্ষমা করে দিই.
৭) আমার নীরবতা যেন চিন্তা ভাবনার নীরবতা হয়.
৮) আমার দৃষ্টি যেন শিক্ষা লাভের দৃষ্টি হয়.
৯) আমার কথাবার্তায় যেন আল্লাহর দয়া ও মহত্বের আলোচনা হয়.
তিনি বলেন,প্রিয় রাসূল (সঃ) আমাকে আরো দুটি নির্দেশ দিয়েছেন-
১)আমি যেন ভালো কাজের হুকুম দিই এবং
২) মন্দ কাজের প্রতিরোধ করি.
(বুখারী)
আল্লাহ আমাদেরকে সব গুণগুলো অর্জন করার তাওফিক দিন.
Comments
Post a Comment