Posts

Showing posts from March, 2024

হায়রে স্বার্থ! হায়রে নিষ্ঠুর জীবন

 হায়রে স্বার্থ! হায়রে নিষ্ঠুর জীবন: ======================== রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল।  বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী। জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন?  রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো। কেউ আসেনি? এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না-- রোগীর দুই ছেলে, বড় জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা।  ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে।  উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো- "আমি তো হাসপাতালে নিতে বলিনাই, সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"! জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন? জানালো: কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে। এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয়! রাত ২.৩০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোন চেনা মুখ!  কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়! আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে?  আজান দিতে আর কতক্ষণ? আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা!...

হঠাৎ উধাও ফেসবুক, অচল ম্যাসেঞ্জার-ইনস্টাগ্রামও: কারণ জানালেন জাকারবার্গ

Image
  বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হঠাৎ উধাও হয়ে গেছে। ব্যবহার করা যাচ্ছে না মেসেঞ্জারও। একই সঙ্গে ইনস্টাগ্রামও কাজ করছে না। মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে দেশের বিভিন্ন জায়গায় থেকে একযোগে ফেসবুক  লগ-আউট হয়ে যায়।  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারী অনেকই এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কের টুইট ফেসবুক ব্যবহারকারী একজন বলেন, ফেসবুক লগ ইন ছিলো কিন্তু হঠাৎ দেখি লগ-আউট। তখন আমি ভয় পেয়ে যায় যে কেউ হ্যাক করলো কিনা। এরপর অনেক এর এই অবস্থা জানার পর এখন কিছুটা সস্তি লাগছে।  ইলনের পোস্ট ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা থেকে ৯টা ৩২ মিনিট পর্যন্ত ৩ লাখ ৫২ হাজার ২৯ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এদিকে, ব্যবহারকারীদের আশার কথা জানিয়েছে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া স্ট্যাটাসে জানিয়েছেন, সমস্যা নেই। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।  

আসুন হাদীস পড়ি

 আবু হুরায়রা(রাঃ)থেকে বর্ণিত,রাসূলুল্লাহ(সঃ) বলেছেন,আমার রব আমাকে নয়টি কথার হুকুম দিয়েছেন.তিনি আমাকে হুকুম দিয়েছেন আমি যেন:- ১) প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করি. ২) খুশি ও রাগ উভয় অবস্থায় ন্যায় কথা বলি. ৩) বিত্তশালীতা ও বিত্তহীনতা উভয় অবস্থায় মধ্য পন্থা অবলম্বন করি. ৪) যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি যেন তার সাথে সম্পর্ক বজায় রাখি.  ৫) যে আমাকে বঞ্চিত করে আমি যেন তাকে দান করি. ৬) যে আমার উপর জুলুম করে আমি যেন তাকে ক্ষমা করে দিই. ৭) আমার নীরবতা যেন চিন্তা ভাবনার নীরবতা হয়. ৮) আমার দৃষ্টি যেন শিক্ষা লাভের দৃষ্টি হয়. ৯) আমার কথাবার্তায় যেন আল্লাহর দয়া ও মহত্বের আলোচনা হয়. তিনি বলেন,প্রিয় রাসূল (সঃ) আমাকে আরো দুটি নির্দেশ দিয়েছেন- ১)আমি যেন ভালো কাজের হুকুম দিই এবং  ২) মন্দ কাজের প্রতিরোধ করি.                                           (বুখারী) আল্লাহ আমাদেরকে সব গুণগুলো অর্জন করার তাওফিক দিন.