দুর্ঘটনায় নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত এবং যারা আহত তাদের দ্রুত সুস্থতা কামনা করছি
কাচ্চি ভাইয়ের মত জনপ্রিয় রেস্টুরেন্টে লিফ ইয়ার উপলক্ষে ২০% ডিসকাউন্ট ছিলো৷ রেস্টুরেন্টে রাশ যাবে, এটাই স্বাভাবিক। কতজন সিট না পেয়ে চলেও গেছেন। কিন্তু যারা সিট পেয়েছিলেন, তারা তো খাবার খাওয়ার ভাগ্যের বিনিময়ে জীবনটাই দিয়ে দিলেন।
এটাকেই বলে ভাগ্য, আপনি মনে করবেন হয় নাই,দেয় নি আল্লাহ, কিন্তু আপনার ভাগ্যে এটা ছিলোই না। যাহা পেয়েছেন, সেটাই আপনার জন্য বেষ্ট। দরকার শুধু কৃতজ্ঞতা বোধ করা,সন্তুষ্ট থাকা।
৪৫ টা জীবন মানে, ৪৫ টি স্বপ্নের মৃত্যু। আল্লাহ উনাদের পরিবারকে শোক বহন করার শক্তি দিন। আমাদের হেফাজত করুন।
আমিন 🤲
Comments
Post a Comment