Posts

Showing posts from February, 2024

মহাআকাশ কতো বিশাল

Image
 মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।  পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুণ বড়।  ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।  প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।  আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।  পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.  সেকেন্ডে চলে ১১ কি.মি. বেগে।  যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যা কোন ক্রমেই সম্ভব নয়।  গ্যালাক্সি, সুপারনোভা, ব্লাকহোল এগুলো ১ম আকাশ নয়,  ১ম আকাশের মহাশুন্য।  তারপর ১ম আকাশ।  তারপর ২য় আকাশের মহাশুন্য, তারপর ২য় আকাশ।  তারপর ৩য় আকাশের মহাশুন্য, তারপর ৩য় আকাশ।  তারপর ৪র্থ আকাশের মহাশুন্য, তারপর ৪র্থ আকাশ। তারপর ৫ম আকাশের মহাশুন্য, তারপর ৫ম আকাশ।   ৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।  গাছটির নাম সিদরাতুলমুনতাহা।  বিশ্বনবী( সা.) বলেছেন, তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় আংটিটা ...

দুর্ঘটনায় নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত এবং যারা আহত তাদের দ্রুত সুস্থতা কামনা করছি

Image
  কাচ্চি ভাইয়ের মত জনপ্রিয় রেস্টুরেন্টে লিফ ইয়ার উপলক্ষে ২০% ডিসকাউন্ট ছিলো৷ রেস্টুরেন্টে রাশ যাবে, এটাই স্বাভাবিক। কতজন সিট না পেয়ে চলেও গেছেন। কিন্তু যারা সিট পেয়েছিলেন, তারা তো খাবার খাওয়ার ভাগ্যের বিনিময়ে জীবনটাই দিয়ে দিলেন।  এটাকেই বলে ভাগ্য, আপনি মনে করবেন হয় নাই,দেয় নি আল্লাহ, কিন্তু আপনার ভাগ্যে এটা ছিলোই না। যাহা পেয়েছেন, সেটাই আপনার জন্য বেষ্ট। দরকার শুধু কৃতজ্ঞতা বোধ করা,সন্তুষ্ট থাকা। ৪৫ টা জীবন মানে, ৪৫ টি স্বপ্নের মৃত্যু। আল্লাহ উনাদের পরিবারকে শোক বহন করার শক্তি দিন। আমাদের হেফাজত করুন।  আমিন 🤲

স্কুলের জীবনটা মনে পড়ে?

Image
 স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তূ জীবন হালকা ছিল:')

কেন শুরু হলো আবার poke দেওয়ার ট্রেন্ড? 2024

Image
 কেনো সকলে Facebook এ poke দিচ্ছে ? Poke মানে কি? Poke দিলে কি হবে ?  poke season is back 👉👈 poke মানে হচ্ছে খোঁচা দেওয়া।এইটার জন্য অনেকেই রেগে জায়। আর এই poke কেন দেওয়া হয়,দিলে কি হয়? ১/ আইডিতে Temporary block থাকলে এই poke কেউ মারলে তা ঠিক হয়ে যায়। ২/ কারো সাথে অনেকদিন চ্যাট না হলে এই poke দেওয়া যায়। ৩/ অপরিচিত কেউ poke করলে সেই poke back করলে সেই লোক ফ্রেন্ড রিকুয়েস্ট ছাড়াই তার প্রোফাইল দেখতে পারবে। ৪/ আইডিতে কোনো সমস্যা হলে অন্যরা যদি poke মারে তাহলে সেই আইডি অনেকটাই ভাল হয়ে যায়। এবং আপনার দেওয়া poke কেউ back করলে আপনার আইডি অনেকটা নিরাপদ হয়ে যাবে। এছাড়া একজন আরেকজন কে পক দিলে আইডির রিচ বাড়ে !